শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের এক সুপরিকল্পিত উদ্যান। সেই বিকাশের অন্যতম কারিগর হলো শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। একবিংশ শতাব্দির বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধি গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের পরিবারও বদ্ধপরিকর।
এই লক্ষ্য পূরণে ইতোমধ্যে শ্রেণি কক্ষে প্রজেক্টর ও কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক মুজিব কর্নার, সমৃদ্ধ বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, । পরিবেশগত শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের বিশুদ্ধ জ্ঞান বিতরণের মাধ্যমে পরিশুদ্ধ মনের নাগরিক হিসেবে গড়ে তোলা ও তাদের মেধাকে বিকশিত করাই হচ্ছে আমাদের মূল ব্রত। এই মহতি লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান আল্লাহর কাছে এই কামনা করছি।
প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান
(সাবেক প্রধান প্রকৌশলী এলজিইডি)
সভাপতি
মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ
মেষতলী বাজার,চৌদ্দগ্রাম, কুমিল্লা।