শিক্ষা কার্যক্রম

 
    ‡   শিক্ষাকার্যক্রম শ্রেনিকক্ষেই সপন্ন করার জন্য পাঠদান ও গ্রহন কে গুরুত্ব দেয়া হয়। সে ক্ষেত্রে
          ছাত্রী ও অভিভাবকদের সচেতন করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহন করা হয়।        
  • সাময়িক পরীক্ষার পুর্বে মাসিক মূল্যায়ন পরীক্ষা/ সি.এ পরীক্ষা  পদ্বতি চালু আছে ।
  • ক্লাসে উৎসাহী, পড়া-লেখার প্রতি আগ্রহী এবং আচার আচরন ও নৈতিক মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহন।
  • অনিয়মিত,অমনোযোগী এবং ভালো ছাত্রীদেরকে আরো উৎসাহিত করার লক্ষ্যে কার্যক্রম গ্রহন।
  • বন্ধের তালিকা কমিয়ে অধিক পরিমানে শ্রেনী কার্যক্রম পরিচালনা ।
  • বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা বাস্তবায়ন ।
  • শিক্ষক পরিষদের সাপ্তাহিক/ মাসিক অধিবেশন ও এস.এম.সি সদস্যদের সাথে  মত বিনিময়।
  • অভিভাবক/ মা সমাবেশ এর ব্যবস্থা।
  • শ্রেনী ভিত্তিক অভিভাবকদের সাথে মতবিনিময়।
  • অমনোযোগী/ অনিয়মিত ছাত্রীদের লেখাপড়ার মনোন্নয়নের জন্য অভিভাবকদের সাথে যোগাযোগ   করন।
  • পড়াশুনা তদারকির জন্য হোম ভিজিটের ব্যবস্থা করন।
  • এইচ এস সি  পরীক্ষার্থীদের বিশেষ / অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
  • মাল্টিমিডিয়ার সাহায্যে শ্রেণী পাঠদানের ব্যবস্থা ।
  • সাউন্ড সিস্টেমে  স্পিকারের সাহায্যে পাঠদান।
  • সি সি ক্যামেরার নজরদারীতে শ্রেনী পাঠদান পর্যবেক্ষন।
  • সফটওয়্যার স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইডে ও ইন্টারনেটের সাহেয্যে পরীক্ষার ফলাফল প্রকাশ।
  • অন লাইনে ভর্তি কার্যক্রম গ্রহন ।
  • শিক্ষার্থী ID ব্যবহার করে বেতন-ফিয়াদি আদায় করন।
  • সঙ্গীত শিক্ষক নিয়োগের মাধ্যমে সাংস্কৃতিক কার্যক্রমের অনুশীলন ।
  • কম্পিউটার ল্যাবসহ সকল ল্যাবের আধুনিকায়ন।
  • মেধা বিকাশের পথ সুগম করার জন্য সমৃদ্ধ পাঠাগার স্থাপন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচী চালু করন।
  • ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার জন্য ইবাদত খানার ব্যবস্থা করন।
  • সক্রিয় ভাবে স্কাউটিং কার্যক্রম প্রতিপালন ।
  • ক্লাস ক্যাপ্টিন, ওয়াস কমিটি, শৃংখলা কমিটি, মেন্টরিং কমিটি ও ইউজারস গ্রুপের সক্রিয়      সহযোগিতায় বিদ্যালয়ের নিয়ম শৃংখলা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা হয়।
  • সততা সংঘ, রেডক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ে পাঠের পরিবেশ সৃষ্টি করা হয় ।
  • SMC,  শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক ও অংশীজনের সার্বিক সহযোগিতায় ইভটিজিং রোধে      পদক্ষেপ গ্রহন।
 

Upcoming Event

অনুসরণীয়

 

  • সকলকে মাস্ক পরে আসতে হবে।
  • বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • নখ ছোট করে আসতে হবে।
  • বিদ্যালয়ে প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • বিদ্যালয়ে অবস্থান কালিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন,  স্বাস্থ্যগত দিক ও সমস্যা প্রতিদিন প্রত্যক্ষ করবেন এবং তথ্য অবহিত করবেন।
  • সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে।
  • বিদ্যালয়ের পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবানুমুক্ত করে ব্যবহার করতে হবে।
  • বিদ্যালয়ের আসার প্রস্তুতিতে গোসল/স্নান করে আসতে হবে।
  • বাড়ি বা বসতিতে কারো করোনা লক্ষণ থাকলে ঐ শিক্ষার্থী তাদের করোনা নেগেটিভ হলে বিদ্যালয়ে আসতে পারবে।
  • কোন ভাবেই অসুস্থতাজনিত লক্ষণ নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না।
  • বিদ্যালয়ের ব্যবহার্য উপকরণ স্বাস্থ্যসম্মত (নিরাপদ) হতে হবে।
  • বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতদের প্রবেশ স্বাস্থ্যসম্মত নয়।

Academic Class Level

Class Level

---------------------------

  • Junior Secondary ( Six to Eight ) 
  • Secondary Nine to Ten ) 

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering a good educational environment, safety and security of the students. 

Study Tour